×

আন্তর্জাতিক

ভাঙা পা দুলিয়ে বিপাকে মমতা, ‘নাটক’ বলে সুযোগ নিচ্ছে বিজেপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ১১:০৩ পিএম

ভাঙা পা দুলিয়ে বিপাকে মমতা, ‘নাটক’ বলে সুযোগ নিচ্ছে বিজেপি

সবাই জানে মমতা বন্দোপ্যাধ্যায়ের ভাঙা পায়ে ব্যান্ডেজ। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পায়ে চোট লাগার কারণে হাসপাতালে ভর্তি হন মমতা। নির্বাচনে দৌড়ঝাপ করাটাও কষ্টকর হয়েছে তার। হুইল চেয়ারে করে কেন্দ্রে আসেন। ঠিক এমন সময় ভাইরাল হলো একটি ভিডিও। আর ভিডিওটিই যেন বিজেপির জন্য বড় হাতিয়ার হয়ে উঠল।

কী ছিল ভিডিওতে? ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীদের সঙ্গে হুইল চেয়ারে বসে আছেন মমতা। বসে বসে পা দোলাচ্ছেন। আবার ব্যান্ডেজ করা বাম পায়ের ওপরে উঠিয়ে দিচ্ছেন ডান পা। মিটিংয়ে থাকা অবস্থায় তৃণমূলেরই কেউ ভিডিওটি করেছিলেন।

বিজেপির দাবি, ভাঙা পা কখনোই এভাবে দোলানো যায় না! তার মানে মমতা ভোটের আগে জনগণের সহানুভূতি পেতেই পা ভাঙার নাটক করেছিলেন? আবার ব্যান্ডেজ করা পায়ের ওপর তুলে দিচ্ছেন অপর পা! যদিও তৃণমূল এ বিষয়টাকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছে আনন্দবাজার।

বিজেপির মুখপাত্র প্রণয় রায় ভিডিওটি ফেসবুকে পোস্ট করে লিছেন, ‘আমরা প্রথম থেকেই বলেছিলাম গোটা ঘটনাটাই নাটক। এবার দিদিমণি নিজেই সেটা প্রমাণ করে দিলেন। যে পায়ে ব্যথার জন্য ওঁকে হুইলচেয়ার নিয়ে ঘুরতে হয়, সেই পা উনি দিব্যি নাচাচ্ছেন! আর সেই ভাঙা পায়ের ওপরে আরেকটা পা চাপিয়ে দেওয়া যায় না।’

একই সঙ্গে প্রণয় বলেন, ‘আমি আগেই সংবাদমাধ্যমে বলেছিলাম, নন্দীগ্রামের ভোট মিটে গেলেই সহানুভূতি পাওয়ার অভিনয় শেষ হয়ে যাবে। অভিনয় করার অধিকার ওঁর আছে। কিন্তু নিজেদের যোগ্যতায় যারা পুলিশ বা নিরাপত্তারক্ষীর চাকরি পেয়েছেন, তাদের দিয়ে হুইলচেয়ার ঠেলানোটা ঠিক নয়।’

রাজ্যের মন্ত্রী ও বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় বিজেপির সমালোচনার ব্যাপারে বলেন, ‘ওরা যত কুৎসিত প্রচার সব করে! ওরা অমানবিক!’ ওই ভিডিওটি কি সত্যি? এমন প্রশ্নের উত্তরে সুব্রত বলেন, ‘ওদের সব কিছুই জোচ্চুরি আর জালিয়াতি!’

পায়ের ওপর পা রাখার ব্যাপারে সুব্রত বলেন, ‘ভিডিওটা আমি দেখিনি। তবে যা শুনেছি, তাতে বাঁ পায়ের যেখানটায় ভাঙা সেখানে নয়, উনি অন্য জায়গায় ডান পা রেখেছেন।’

মনোনয়ন জমা দেওয়ার দিন নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে আঘাত পান মমতা। পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সেই পা প্লাস্টারে বেঁধে নিয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে পড়েন তিনি। হুইলচেয়ারে বসেই একের পর এক পদযাত্রায় অংশ নেন। সভাও করেন। এখনও করছেন। ওই ঘটনাকে নিয়ে প্রথম থেকেই ‘নাটক’ বলে আক্রমণ করেছে বিজেপি। নন্দীগ্রামে প্রচারের শেষ দিন এক পায়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশ নেওয়ার পরেও মমতাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতারা। এ বার তাদের আক্রমণের অস্ত্র হয়ে উঠেছে এই ‘ভাইরাল’ ভিডিও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App