×

জাতীয়

গার্মেন্ট শ্রমিক টিইউসি’র সমাবেশ: শ্রম আইন সংশোধনের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ০৯:১০ পিএম

গার্মেন্ট শ্রমিক টিইউসি’র সমাবেশ: শ্রম আইন সংশোধনের দাবি

গার্মেন্ট শ্রমিক টিইউসি’র সমাবেশে শুক্রবার বক্তৃতা করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। ছবি: ভোরের কাগজ

শ্রম আইনের শ্রমিক স্বার্থ বিরোধী সকল ধারা অবিলম্বে সংশোধনের দাবিতে আজ শুক্রবার (২ এপ্রিল) বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শ্রমিক সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। বর্তমান শ্রম আইনকে সংবিধান বিরোধী উল্লেখ করে বক্তারা বলেন, এ দাবি মানা না হলে প্রয়োজনে সারাদেশে কর্ম বিরতি ও সর্বাত্মক ধর্মঘটের হুশিয়ারি উচ্চারণ করেন।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গার্মেন্ট শ্রমিক টিইউসির কার্যকরি সভাপতি শ্রমিকনেতা কাজী রুহুল আমীন, সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জলি তালুকদার, ইদ্রিস আলী, সাদেকুর রহমান শামীম, জিয়াউল কবির খোকন, আকলিমা আক্তার ডলি, কেএম মিন্টু, এমএ শাহীন, মঞ্জুর মঈন, শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App