×

পুরনো খবর

গাজীপুরে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ, গুলি, আহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ১০:১৬ পিএম

গাজীপুরে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ, গুলি, আহত ১৫

এপ্রিলের ২ তারিখে গাজীপুরে হেফাজত কর্মীরা শুক্রবার জুম্মার পর বিক্ষোভে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। ছবি: ভোরের কাগজ

গাজীপুরে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ, গুলি, আহত ১৫

বিক্ষোভে পুলিশের সতর্ক অবস্থান। ছবি: ভোরের কাগজ

গাজীপুরে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ, গুলি, আহত ১৫

বিক্ষোভ দমনে পুলিশের ছোড়া রাবার বুলেটের খোসা। ছবি: ভোরের কাগজ

জুম্মার নামাজের পর গাজীপুরে পুলিশের সঙ্গে হেফাজতের বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করতে বাধ্য হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

[caption id="attachment_275756" align="alignnone" width="593"] বিক্ষোভে পুলিশের সতর্ক অবস্থান। ছবি: ভোরের কাগজ[/caption] শুক্রবার (২ এপ্রিল) দুপুরে জুম্মার নামাজের পর গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদের হেফাজতের কর্মী সমর্থকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে চায়। এসময় পুলিশ তাদের বাধাঁ দেয় এবং বাকবিতণ্ডার একপর্যায়ে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়ে। পরে দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন মুসুল্লি আহত হন। [caption id="attachment_275758" align="alignnone" width="685"] বিক্ষোভ দমনে পুলিশের ছোড়া রাবার বুলেটের খোসা। ছবি: ভোরের কাগজ[/caption]

হেফাজতের বিক্ষোভকারীরা দাবি করছে, তাদের দিকে পুলিশ গুলি ছুড়লে উভয়পক্ষে উত্তেজনা ছড়ায়।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App