×

সাময়িকী

কবিতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ১২:১২ এএম

কবিতা
অতৃপ্তির গান : আসাদ মান্নান অতৃপ্তি আমাকে নিয়ে উড়ে যাচ্ছে শূন্যতার বাহুলগ্না হাওয়ার ডানায়; দূরে নদী ভালোবাসা বিষণ্ন জলের বিরহের তীরভাঙা সময়ের গান গাইতে গাইতে একা বহে যায় : আকাশ দুঃখের ভারে দিগন্তের বাঁকে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড যে চাঁদের মুখ কখনও বা অসহায় ধর্ষিতার মতো তুমুল কান্নায় মেঘের আড়ালে চলে যায় অন্ধকারে প্রকৃতির অন্দরতলায় অন্য এক বেদনার নিস্তব্ধতা ভেঙে ভেঙে হাঁটে নিরালয়; আমি তাকে নিয়ে দূরগামী ট্রেনের আশায় জরাজীর্ণ ঘড়ির হাতল ধরে আর কতকাল এ ভুল স্টেশনে বসে থাকবো!   রাতের বয়স : রুদ্র সাহাদাৎ রাতের বয়স যতো বাড়ে সাগরের জলজ বিরহীমিউজিক দীর্ঘ থেকে দীর্ঘতর হয় দু’চোখে ঘুম আসে না রাতের আঁধারে আঁকি জলের ছবি নই আমি কোনো প্রকৃতির কবি কথোপকথন নৈঃশব্দ্যে বাতাসে বাতাসে কথোপকথন নৈঃশব্দ্যে মুখোমুখি আকাশে কথোপকথন রুপালি চাঁদের সনে মনে মনে রাতের বয়স যতো বাড়ে সাগরের জলজ বিরহীমিউজিক দীর্ঘ থেকে দীর্ঘতর হয়   চৈত্র দিনের পঙ্ক্তিমালা : হাসান ইকবাল জ্যোৎস্নার জ্বলন্ত যৌবনে ডুব দিয়ে একদিন শুনিয়েছিলে রূপকথার গল্প, সেদিন তোমার বিশ্বাস ছিলো পূর্ণিমা ও পাথরে বদলে যাওয়াই বাতাসের ধর্ম তবু ফুটেছিলো পুষ্পের পদ্ম। আজ পূর্ণিমার পড়ন্ত বেলা নিরেট পাথরও নিদারুণ রুক্ষ, পুষ্প হারিয়েছে তার সলাজ সুখের ফাল্গুন বেলা। চৈত্রের ধূসর দিনে আমি একা বসন্তের গোলাপ জলে ভাসি।   বিস্তীর্ণ আনন্দলোকে আগুন : শামীম আহমদ প্রান্ত থেকে প্রত্যন্তেÑ উতলা পৃথিবীর বুকে কেবলই অন্ধকার ঝরে অগ্রিম অন্ধকারে গিলে খায় রেনেসাঁর মশাল। কালো রাত অন্ধকারে আরো কালো আজ দুর্যোগ ঘনঘটা, অবাধ্য সাপের মতো সময়ের গতি, দুধারি খঞ্জর কেটে দেয় হাজার বছরের সঞ্চিত বোধ, এ যেনো সুতাকাটা ঘুড়ির মতো হৃদয়ে ওঠে থরথর কম্পন। যখন দেখি ইতিহাস আহত ঘোড়ায় চড়ে রণে ভঙ্গ দেয় আমার স্বপ্নিল ক্যানভাসে হয় মহাজাগতিক বিস্ফোরণ নিমিষেই বিস্তীর্ণ আনন্দলোকে জ্বলে ওঠে আগুন; বিদগ্ধ হয় নীলাকাশ, সমুদ্রের মীন পুড়ে গরল অগ্নি লাভায়! হৃদয়ের বৃন্ত ছিঁড়ে যায়, হৃদয়ের বৃন্ত ছিঁড়ে যায় হায়, হায়...

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App