×

খেলা

অতীত জীবনের জন্য অনুতপ্ত ওয়েন রুনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ১০:৩২ এএম

অতীত জীবনের জন্য অনুতপ্ত ওয়েন রুনি

স্ত্রীর সঙ্গে ওয়েন রুনি

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংলিশ তারকা ফুটবলার ওয়েন রুনি ফুটবলের পাশাপাশি বিখ্যাত বা অখ্যাত ছিলেন মাঠের বাইরের বিভিন্ন ইস্যু নিয়ে। নারী ও মদের প্রতি তার নেশার ব্যাপারটি সবারই জানা ছিল। তবে এ দুটি জিনিসের ওপর তার নেশা এতই বেশি হয়ে গিয়েছিল যে তাকে ফেরানোর জন্য হিমশিম খেতে হয়েছিল তৎকালীন সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে। বলতে গেলে রুনি এ দুটি জিনিসের জন্য দড়িবিহীন পাগলা ঘোড়া হয়ে গিয়েছিলেন। আর ব্যাপারটি এতটাই বেড়ে গিয়েছিল যে স্যার অ্যালেক্স ফার্গুসন রুনিকে ভয়ই পেতে শুরু করেছিলেন, এই ভেবে যে নিজ দলের খেলোয়াড়দের সে মেরে বসবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দি সানের সঙ্গে এক আলাপচারিতায় এমন তথ্য জানিয়েছেন ম্যানইউর সাবেক ডাক্তার অ্যালেস্টার ক্যাম্পবেল। স্যার অ্যালেক্স ফার্গুসন ২০১০ সালে ডাক্তার অ্যালেস্টার ক্যাম্পবেলের সঙ্গে কথা বলার ফাঁকে রুনির বিষয়টি তোলেন। আর তখনই অ্যালেক্স ফার্গুসন বলেন, রুনির পতিতালয়ে যাওয়া ও মদ্যপান করার বিষয়টি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলেন না। আর নিজের প্রভাব বিস্তার করার জন্য রুনি যে কোনো সময় দলের খেলোয়াড়দের আঘাত করতে পারেন। এ ব্যাপারে ফার্গুসন বলেছিলেন, ‘পত্রিকাগুলো রুনি আর পতিতাদের নিয়ে ভরা।’ তখন অ্যালেস্টার জিজ্ঞেস করেন, ‘তাকে নিয়ে তোমরা কি করবে?’ এর জবাবে ফার্গুসন বলেন, ‘আমি কি করতে পারি? সেই হলো শেষ ব্যক্তি যে মদপান করে।’ এদিকে ফার্গুসনকে শিরোপা জয়ের ক্ষেত্রে হতাশ করেননি রুনি। তারা দুজন মিলে একসঙ্গে পাঁচবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা, তিনবার কারাবাও কাপের শিরোপা ও তিনবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। ওল্ড ট্রাফোর্ডে অসাধারণ একটি ক্যারিয়ার পার করার পর ২০১৭ সালে নিজের কিশোর বয়সের ক্লাব এভারটনে ফিরে আসেন রুনি। আর গত বছর ৩৫ বছর বয়সি রুনি চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বিতে যোগ দেন। আর এই ক্লাব থেকেই নিজের খেলোয়াড়ি জীবনের ইতি ঘটান তিনি। বর্তমানে এই ডার্বি ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন রুনি। এদিকে বর্তমানে চার সন্তানের বাবা রুনি তার আগের জীবনের জন্য অনুতপ্ত বলে জানা গেছে। নিজের বর্তমান জীবন ও সাবেক জীবন নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দি সানের সঙ্গে একটি সাক্ষাৎকার দেবেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App