×

আন্তর্জাতিক

৪৩ শিশুকে হত্যা করেছে মিয়ানমার সেনা: সেইভ দ্য চিলড্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ০৯:৫৬ পিএম

৪৩ শিশুকে হত্যা করেছে মিয়ানমার সেনা: সেইভ দ্য চিলড্রেন

ফাইল ছবি

মানবাধিকার সংগঠন সেইভ দ্য চিলড্রেনের মতে, ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে সশস্ত্র বাহিনী অন্তত ৪৩ শিশুকে হত্যা করেছে। সংগঠনটি জানিয়েছে, মিয়ানমার দেশটি ‘দুঃস্বপ্নের’ পরিস্থিতিতে আছে। সেখানে নিহত সবচেয়ে অল্প বয়সী শিশুটির বয়স সাত বছর। সাত বছরের নিহত শিশু বালিকাটির পরিবার বিবিসিকে বলেছে, মার্চের শেষ দিকে তাদের মান্দালয় শহরের বাড়িতে অভিযান চলাকালে বাবার দিকে দৌঁড়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে খিন মিয়ো চিট মারা যায়। তার বোন মে থু সুমায়া (২৫) বলেন, ‘তারা দরজা খোলার জন্য লাথি মারে। দরজা খুলে যাওয়ার পর তারা আমার বাবাকে জিজ্ঞেস করে বাড়িতে অন্য কোনো লোক আছে কিনা। না বলার পর তিনি মিথ্যা বলছেন অভিযোগ করে বাড়ি তল্লাশি শুরু করে। এই সময় খিন মিয়ো চিট বাবার দিকে দৌঁড়ে যায়। তখনই তারা গুলি করে আর তা ওর গায়ে লাগে। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী একজন বালক মান্দালয়ে ওদের বাড়ির ভিতরে বা কাছে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয় বলে সবার ধারণা। ইয়াঙ্গনে রাস্তায় খেলার সময় ১৩ বছর বয়সী আরেক বালক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সংঘর্ষে আহত শিশুদের সংখ্যাও উল্লেখযোগ্য হবে বলে সতর্ক করেছে সেইভ দ্য চিলড্রেন। একটি ঘটনায় এক বছর বয়সী একটি শিশু চোখে রবার বুলেট বিদ্ধ হয়ে আহত হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। সহিংসতার কারণে শিশুরা ভয়, শোক ও চাপে ভোগায় তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছে মানবাধিকার সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App