×

জাতীয়

যুক্তরাজ্য ছাড়া ইউরোপ ও ১২ দেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১১:০২ এএম

পুরো ইউরোপ ও ১২টি দেশ থেকে বাংলাদেশে সরাসরি ফ্লাইট নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে যুক্তরাজ্য। ৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- কাতার, জর্ডান, কুয়েত, বাহরাইন, লেবানন, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, পেরু, উরুগুয়ে ও দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই গন্তব্যগুলো থেকে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করা যাবে। এ ছাড়াও বাংলাদেশে আসতে চাওয়া যাত্রীদের টিকা নেওয়া থাকলেও যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করে সনদ নিয়ে ফ্লাইটে যাত্রা করতে হবে। দেশে আসা যাত্রীদের মধ্যে করোনার লক্ষণ পাওয়া না গেলেও তাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

করোনা পরিস্থিতির ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে বলেও জানিয়েছে সিভিল এভিয়েশন।

এর আগে গত বছরও একই সময়ে মার্চ থেকে মে মাস পরর্যন্ত কয়েক দফায় বাংলাদেশ বিমানে চলাচল নিষেধাজ্ঞায় দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App