×

জাতীয়

মেডিক্যাল ভর্তি পরীক্ষা শুক্রবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১০:৪৬ পিএম

দেশে করোনা মহামারির ইতিহাসে গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছেন ছয় হাজার ৪৬৯ জন। মারা গেছেন ৫৯ জন। করোনার সংক্রমণ গত মার্চ মাস থেকেই ঊর্ধ্বমুখী। জানুয়ারির চেয়ে মার্চে তিন গুণেরও বেশি রোগী শনাক্ত হয়েছেন। এ পরিস্থিতির মধ্যেই আগামীকাল শুক্রবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিক্যাল ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিক্যাল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাতে অংশ নেবেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী।

চিকিৎসকরা আশংকা করছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষার কথা বললেও ভর্তি পরীক্ষার পর সংক্রমণের হার বাড়তে পারে।

এদিকে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যেহেতু এবারে এক বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা হচ্ছে। তাই সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি কেন্দ্রগুলোতে অক্সিজেন সিলিন্ডার সুবিধাসহ আইসোলেশন কক্ষের ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন রহমান বলেন, কোনও শিক্ষার্থীর যদি করোনার লক্ষণ-উপসর্গ থাকে বা করোনায় আক্রান্ত থাকেন তাহলে তার জন্য আইসোলেশন কক্ষের ব্যবস্থা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App