×

জাতীয়

দেশের গোপন তথ্য পাচারের দায়ে মওদুদ গ্রেপ্তার হন: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ০৩:১৪ পিএম

দেশের গোপন তথ্য পাচারের দায়ে মওদুদ গ্রেপ্তার হন: প্রধানমন্ত্রী

সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

দেশের গোপন তথ্য পাচার করার কারণে ১৯৭৩ সালে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমেদ কিন্তু কখনো ছাত্রলীগ করেননি। তবে সব সময় সরকারের ঘেঁষা ছিলেন। ব্যারিস্টারি পাস করে ১৯৬৯ সালে যখন বাংলাদেশে আসেন, তখন থেকে কবি জসিম উদ্দীনের মেয়ের জামাই বলে সব সময় তার ওপর একটু সহানুভুতি ছিল আমাদের। কিন্তু, কিছু কিছু কাজ খারাপ ছিল তার। তাকে যখন গ্রেপ্তার করা হয়, কবি জসিম উদ্দীন নিজে এসে অনুরোধ করায় তাকে মুক্তি দেয়া হয়।’

বৃহষ্পতিবার জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনার সময় ব্যাস্টিার মওদুদ আহমেদকে স্বরণ করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীর পিতাকে যখন আগরতলা মামলায় গ্রেপ্তার করা হয় তখন তিনি ড. কামাল হোসেন এবং বঙ্গবন্ধুর পিএস মো. হানিফের সঙ্গে ঘুরতেন। তিনি কিন্তু কোনো আইনজীবী ছিলেন না। ব্যারিস্টার আমীর উল ইসলামের খুব ঘনিষ্ট ছিলেন তিনি। সব সময় তার সঙ্গেই ঘুরতেন। আগরতলা মামলায় যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় এবং পাকিস্তানে গোলটেবিল মামলায় যখন তাকে প্যারোলে মুক্তি দিয়ে নিয়ে যাবার প্রস্তাব করা হয়, তখন আমার মা তাতে রাজী ছিলেন না। আমি কিন্তু মায়ের বার্তাটা তখন পৌঁছে দিই। তার পরে আমার বাবা প্যারোলে মুক্তির বিষয়ে না করেন। তখন ব্যারিস্টার মওদুদ ও আমীর উল ইসলাম আমাদের বাসায় আসেন এবং আমাকে বলেন, তুমি কেমন মেয়ে যে, তুমি চাও না তোমার বাবা মুক্তি পেয়ে ফিরে আসুক। আমি বলেছিলাম আমি চাই বাবা মুক্ত হয়ে ফিরে আসুক।’

মওদুদের বিষয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘৬৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় যাবার সুযোগ পায়, তখন তিনি আমাদের সঙ্গে মিশে গেলেন। আবার ‘৭৫ সালেও তিনি জিয়াউর রহমানের সঙ্গে মিশে গেলেন। তার পরে তার বিরুদ্ধে মামলা হয়, তিনি জেলে যান। এরশাদ সাহেব তাকে আইন মন্ত্রী হিসেবে নিয়োগ দেন। দল বদলের নেশা তার বরাবরই ছিল। তবে তিনি একজন ট্যালেন্টেড লোক। তিনি যদি তার সদ্ব্যবহার করতেন, তাহলে অনেক কিছু করতে পারতেন।’ তবে তার বইতে তিনি মাধুরী মিশিয়ে অনেক কিছু লিখেছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App