×

খেলা

টস জিতে লিটনের নেতৃত্বে ফিল্ডিংয়ে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ০২:১৩ পিএম

টস জিতে লিটনের নেতৃত্বে ফিল্ডিংয়ে টাইগাররা

মাঠে নামার আগে টাইগাররা

টস জিতে লিটনের নেতৃত্বে ফিল্ডিংয়ে টাইগাররা

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসের একটি মুহূর্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ অকল্যান্ডে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে বহুল আকাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। এটা বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ। তাই শেষ ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা ১০ ওভারে হবে।

আজ অকল্যান্ডে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে টাইগারদের। তাছাড়া অকল্যান্ডের ইডেন পার্কের উইকেটেও ম্যাচটা হবে হাইস্কোরিং।

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে এই ভেন্যুতে সর্বোচ্চ ২৪৫ রানের ইনিংসের রেকর্ড আছে ইংল্যান্ডের। এই মাঠে একটা ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও, এখনও পর্যন্ত কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ।

এছাড়া আজ শেষ ম্যাচে টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চোটের কারণে খেলতে পারবেন না। তার বদলে অধিনায়কত্ব করবেন লিটন দাস। এর আগে নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বা উরুতে টান লাগে মাহমুদউল্লাহর। সেই চোট তাকে ছিটকে দিল শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App