×

খেলা

রোনালদোর গোলের রাতে শীর্ষে পর্তুগাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ০৮:৫৭ এএম

রোনালদোর গোলের রাতে শীর্ষে পর্তুগাল

ক্রিস্টিয়ানো রোনালদো। ফাইল ছবি

কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। দুটি ম্যাচেই গোল অধরা ছিল ইরানের আলি দায়ির ১০৯ গোলের মাইলফলককে সামনে রাখা রোনালদোর। মঙ্গলবার রাতে লুক্সেমবার্গের বিপক্ষে গোল পেয়েছেন রোনালদো, তার দলও ৩-১ গোলের জয় দিয়ে 'এ' গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে।

লুক্সেমবার্গের ঘরের মাঠে প্রায় প্রথমার্ধ পর্যন্ত গোলশূন্য ছিল পর্তুগাল। তবে এ সময়ে ঠিকই লিড নিয়ে নেয় স্বাগতিকরা। ৩০তম মিনিটের সময় সেই গোলটি করেন গারসন রদ্রিগেজ। পর্তুগাল প্রথম গোলটি পায় প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। এ গোলের নায়ক লিভারপুলের দিয়োগো জোতা। ৫ মিনিট পর লক্ষ্যভেদ করেন রোনালদো। তাতে আলি দায়ির সঙ্গে আরও একটি গোলের ব্যবধান কমালেন তিনি। পর্তুগিজ সুপারস্টারের বর্তমান গোলসংখ্যা ১০৩। পর্তুগালের পরের গোলটি করেন বদলি হিসেবে খেলতে নামা জোয়াও পালহিনহা। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিশ্চিত হয় পর্তুগালের। এ জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রোনালদোর দল। সমান পয়েন্ট সত্ত্বেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে সার্বিয়া। ৩ পয়েন্ট নিয়ে লুক্সেমবার্গ আছে তিন নম্বরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App