×

খেলা

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মশাল যাত্রা টুঙ্গিপাড়া থেকে শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ০৪:০৩ পিএম

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মশাল যাত্রা টুঙ্গিপাড়া থেকে শুরু

মশাল হাতে এগিয়ে যাচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেন ও ভলিবল খেলোয়াড় জেসমিন পপি। ছবি: ভোরের কাগজ

বহুল কাক্ষিত দেশের জাঁকজমক ক্রীড়া মহাযজ্ঞ বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পর্দা উঠবে বৃহস্পতিবার (১এপ্রিল) চলবে ১০ এপ্রিল পর্যন্ত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই গেমসের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস।

বুধবার (৩১ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসর মশাল যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল আজিজ আহমেদের হাত ধরে গেমসর মশালযাত্রা শুরু হয়েছে। সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা চত্বরে মশাল প্রজ্জ্বলন করেন জেনারেল আজিজ আহমেদ। পরে তিনি মশালটি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেন ও ভলিবল খেলোয়াড় জেসমিন পপির হাতে তুলে দেন।

এরপর বর্ণাঢ্য মোটরর‌্যালির মাধ্যমে মশাল ঢাকায় আনা হবে। এরপর বুধবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মশাল পৌঁছাবে অলিম্পিক ভবনে। সেখানে মশাল গ্রহণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App