×

জাতীয়

তিনটি হাব ও ৫ টি মেডিকেল কলেজ বানাচ্ছে রেলওয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ০২:২৮ পিএম

তিনটি হাব ও ৫ টি মেডিকেল কলেজ বানাচ্ছে রেলওয়ে

রেলের লোকসান কমাতে এবং অব্যবহৃত জমির সদব্যবহারে বানিজ্যিক অবকাঠামো বানাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৩১ মার্চ) রেলের এ সংক্রান্ত এক বৈঠক থেকে এসব তথ্য পাওয়া গেছে।

রেলের তথ্য অনুযায়ী কমলাপুর, বিমান বন্দরে অত্যাধুনিক মাল্টিমডাল হাব তৈরি করবে রেল। এর জন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে কমলাপুরে ৮০০ কোটি টাকা এবং বিমানবন্দরে ৫০০ কোটি। এছাড়া তেজগাঁও স্টেশনে ৮৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে একটি বিজনেজ হাব।

এরছাড়া রেলওয়ে ঢাকার কমলাপুরের হাসপাতালকে ৮০০ কোটি টাকা ব্যয় করে একটি ২৫০ শয্যা আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ বানানো হবে। সেই সাথে চট্টগ্রামে ২ টি আধুনিক ও বিশেষজ্ঞ হাসপাতাল, ১ টি পাঁচ তারকা হোটেল, ২টি শপিং মল কাম রেসিডেন্সিয়াল হোটেল, খুলনায় ১ টি আধুনিক হাসপাতাল ও ১ টি শপিং মল কাম গেস্ট হাউস, সৈয়দপুরে মেডিকেল কলেজ, ও প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাকশীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাবণা অনুমোদন করেছে। এছাড়া ঢাকার চার পাশে বৃত্তাকার রেলপথ বানানোর সমীক্ষার জন্য চায়নার সিজুয়ান কোম্পানিকে নিয়োগ করেছে। এর জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮০০ কোটি টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App