×

খেলা

লড়াই করে হারল টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০৪:২৮ পিএম

লড়াই করে হারল টাইগাররা

বড় টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিদায় নেন লিটন দাস। তিনি ৬ রান করেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়াই করে হেরেছে বাংলাদেশ। কিউইরা ২৮ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছে। এদিন বৃষ্টি টাইগারদের ভাগ্য নিয়ে খেলেছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে টস হেরে প্রথমে ব্যাট করে ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে কিউইরা। এরপর বৃষ্টির জন্য দ্বিতীয়বার আর ব্যাটিংয়ে নামা হয়নি স্বাগতিকদের। ফলে বৃষ্টি আইনে টাইগারদের ১৬ ওভারে লক্ষ দাড়ায় ১৭০ রান। জবাবে শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। বড় টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিদায় নেন লিটন দাস। তিনি ৬ রান করেন।

তবে তারপর ব্যাটিংয়ে এসে নিউজিল্যান্ডের বোলারদের কচুকাটা করেছেন সৌম্য সরকার। তিনে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন সৌম্য। ইশ সোধীর টানা তিন বলে ১৬ রান নেওয়া সৌম্য মনে হচ্ছিল, আজ সব সমালোচনার জবাব দিতে নেমেছিলেন। কিউই স্পিনকে কচুকাটা করে ২৭ বলে ৫১ রান করে আউট হয়েছেন তিনি। তার ইনিংসে চার ৫টি, ছক্কা ৩টি। সৌম্য ফেরার পরপর ফিরেছেন ওপেনার নাঈম শেখও। ৩৫ বলে ৪টি চারে ৩৮ রান করে ফিরেছেন তরুণ ওপেনার। এরপর আর কেউ ব্যাট হাতে ভালো রান তুলতে পারেনি মাহমুদউল্লাহ ২১, আফিফ ২ ও মিঠুন ১ রানে আউট হন। দলীয় ১২৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ১৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে টাইগাররা।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আজ অধিনায়ক যে, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তা বল হাতে তাসকিন, সাইফউদ্দিন ও মেহেদীরা প্রমাণ করেন। ম্যাচের চতুর্থ ওভারে বল করতে আসা তাসকিনকে ছক্কা হাঁকিয়ে স্বাগত জানান ফিন আলান। পরের বলেও আকাশসম উচ্চতায় বল হাঁকান তিনি, উঠে যায় ক্যাচ। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদের হাত ফসকে বেরিয়ে গেলে, জীবন পান আলান। তবে তাসকিনের শেষ বলে মোহাম্মদ নাইমের হাতে ১০ বলে ১৭ রান করে ফিরতে হয় আলানকে।

ঝড়ো শুরু করেও বেশি সময় উইকেটে টিকতে পারেননি মার্টিন গাপটিল। ষষ্ঠ ওভারে সাইফউদ্দিনের শেষ বলে ফ্লিক করতে গিয়ে তাসকিন আহমেদের উড়ন্ত ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফিরেন গাপটিল। তিনি ১৮ বলে ২১ রানে।

পরের ওভারেই বল হাতে চমক দেখান শরিফুল ইসলাম। তিনি ভয়ংকরী ডেভন কনওয়েকে আউট করেন। শরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে মোহাম্মদ মিঠুনের হাতে বন্দি হন কনওয়ে। তিনি ৯ বলে ২টি চারে ১৫ রান করেন। দ্রুতই ৩ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়েছিল নিউজিল্যান্ড। এরপর উইল ইয়াং এবং ফিলিপসের ব্যাটে ভর করে লড়ছিল কিউইরা। রান রেট ঠিক রেখে এগোচ্ছিল তারা। এরপর ১২তম ওভারের ৪র্থ বলে মেহেদি হাসানকে উড়িয়ে মারতে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ব্যর্থ হন ইয়াং। এই সুযোগেই তাকে স্ট্যাম্পিং করেন লিটন দাস। দলীয় ৯৪ রানে ব্যক্তিগত ১৭ বলে ১৪ রানে ফেরেন ইয়াং।

ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলের পরেই বৃষ্টি নামে নেপিয়ারে। তাই বৃষ্টিতে খেলা কিছু সময় বন্ধ থাকে। বৃষ্টি শেষ হলে মাঠে ফিরেই মেহেদি হাসান আঘাত হানেন কিউইদের ওপর। বল করে নিজেই মার্ক চ্যাপম্যানের ক্যাচ নেন এই অলরাউন্ডার। এরপর ফের বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে ১৭০ রানের লক্ষ্য দাঁড়ায়। ফিলিপস ৫৮ আর মিচেল ৩৪ রানে অপরাজিত থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App