×

জাতীয়

মেট্রোরেলের কোচের প্রথম চালান খালাস হবে বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০১:৪১ পিএম

মেট্রোরেলের কোচের প্রথম চালান খালাস হবে বুধবার

ফাইল ছবি।

মেট্রোরেলের কোচ এর প্রথম চালান আগামীকাল বুধবার মংলা বন্দরে পৌঁছাবে। কোচ নিয়ে জাপান থেকে আসা জাহাজটি আজ চট্টগ্রাম বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্য যাত্রা করবে। আর বুধবার মংলায় পৌঁছে মেট্রোরেলের ছয়টি কোচ খালাস করার কাজ শুরু করবে। জাপানের কোবে বন্দর থেকে কোচ নিয়ে আসা জাহাজ এমভি এসপিএম ব্যাংকক চট্টগ্রাম বন্দরে রয়েছে।

এসপিএম ব্যাংকক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওহিদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, কোষগুলো জাহাজ থেকে খালাস করতেও বেশ কয়েকদিন সময় লাগবে। পর্যায়ক্রমে কোচগুলোকে খালাস করা হবে। বুধবার অন্তত দু’টি কোচ খালাস হতে পারে। পর্যায়ক্রমে ১ এপ্রিল থেকে ২ এপ্রিলের মধ্যে বাকি চারটি কোচ জাহাজ থেকে নামানো হবে। এরপরই কোচগুলো নৌপথে বরিশাল হয়ে ঢাকার দিয়াবাড়ির মেট্রো রেলের ডিপোতে নিয়ে যাওয়া হবে।

জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড মেট্রো রেলের জন্য কোষগুলো তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এর আগে গত ৪ মার্চ মেট্রোরেলের কোচ নিয়ে জাপানের কোবে বন্দর থেকে জাহাজটি ঢাকার উদ্দ্যেশে যাত্রা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App