×

খেলা

বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০৯:২০ পিএম

বাংলাদেশের জয়যাত্রা অব্যাহত

বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত

জমে ওঠেছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জিতে ফাইনালের পথে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ।

মঙ্গলবার (৩০ মার্চ) শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ ৩টি লোনাসহ ৩৫-২০ পয়েন্টে নেপালের বিপক্ষে জিতেছে। খেলার শুরু থেকেই নেপালের ওপর প্রাধান্য বিস্তার করে খেলছে বাংলাদেশের রেইডাররা। এ জয়ের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্বাগতিক বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার।

এছাড়া মঙ্গলবার দিনের অপর ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেয়েছে কেনিয়া। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় দিন কেনিয়া দুর্দান্ত লড়াই করে ৫২-১৯ পয়েন্টে পোল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয়। প্রথমার্ধে বিজয়ীরা ২৬-১২ পয়েন্টে এগিয়ে ছিলো। এ পর্যন্ত তিন ম্যাচ খেলে এক জয়ে দুই পয়েন্ট অর্জন করলো আফ্রিকার দলটি। অন্য দিকে সমান ম্যাচে এখনও পয়েন্ট শূন্য রয়েছে পোল্যান্ড।

বুধবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ৩টি ম্যাচ হবে। সকাল ১০টায় দিনের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে পোল্যান্ড। সন্ধা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে লড়াই করবে শ্রীলঙ্কা। আর তৃতীয় ম্যাচে সাড়ে ৭টায় নেপালের বিপক্ষে লড়বে কেনিয়া।

এবার পাঁচ জাতির টুর্নামেন্টে অংশগ্রহণ করবে স্বাগতিক বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া ও পোল্যান্ড। টুর্নামেন্টের পাঁচটি দল লিগ পদ্ধতিতে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় সরাসরি ফাইনাল খেলবে। আর দ্বিতীয় ও তৃতীয় দল ১ এপ্রিল কোয়ালিফাই ম্যাচ খেলবে দ্বিতীয় ফাইনালিস্ট হতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App