×

সারাদেশ

নাগরপুরে মাস্ক ব্যবহার না করায় পথচারীদের জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০৮:৫৬ পিএম

নাগরপুরে মাস্ক ব্যবহার না করায় পথচারীদের জরিমানা

নাগরপুরে মোবাইল কোর্ট পরিচালনা

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সংক্রমণ এড়াতে সরকারী নির্দেশনা যথাযথ ভাবে পালন ও জনসাধারণকে সচেতন করতে টাঙ্গাইলের নাগরপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে টাঙ্গাইল আরিচা মহাসড়কে পদ্মা ক্লিনিকের সামনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বাজারে আগত মাস্কবিহীন জনসাধারণকে মাস্ক ব্যবহার না করার অপরাধে মোট ১৭ টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান বলেন, করোনার সংক্রামণ বাড়ায় সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাগরপুর থানার সহযোগীতায় এ অভিযান চালানো হয়। করোনা সংক্রামণ এড়াতে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।  মাস্ক বিহীন পথচারীদের মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানা এবং জনসাধারনের মাঝে মাস্ক বিতারন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় নাগরপুর থানা পুলিশ ও উপজেলার ইউএনও অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App