পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার দেশটির প্রেসিডেন্টেরও করোনা শনাক্ত হলো। সোমবার (২৯ মার্চ) দেশটির ডন পত্রিকার জানানো হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি করোনা আক্রান্ত হয়েছেন।
পাকিস্তানের প্রেসিডেন্টও করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। করোনা পজিটিভ আসার খবর তিনি নিজেই টুইটারে দিয়েছেন।
এর আগে ২০ মার্চ প্রথমে ইমরান খানের করোনায় সংক্রমিত হওয়ার খবর আসে। পরে তাঁর স্ত্রী বুশরা বিবিও করোনায় সংক্রমিত বলে জানানো হয়। ৬৮ বছর বয়সী ইমরান খান টিকা নেওয়ার দুদিনের মাথায় করোনায় সংক্রমিত হন।
ইমরান খানের বর্তমান স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে ফয়সাল সুলতান জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্রুত সেরা উঠছেন। তিনি কিছুদিনের মধ্যে তাঁর নিয়মিত কাজে যোগ দিতে পারবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।