×

আন্তর্জাতিক

সরিয়ে নেওয়া হলো পণ্যবাহী জাহাজ, সুয়েজ খাল সচল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ১১:৪৩ এএম

সরিয়ে নেওয়া হলো পণ্যবাহী জাহাজ, সুয়েজ খাল সচল

সুয়েজ খালে আটকে যাওয়া জাহাজ এভারগ্রিন।

সরিয়ে নেওয়া হলো পণ্যবাহী জাহাজ, সুয়েজ খাল সচল

সরিয়ে নেওয়া হলো পণ্যবাহী জাহাজ, সুয়েজ খাল সচল

এক সপ্তাহ ধরে বিশাল পণ্যবাহী জাহাজ আটকে থাকার পর আবার সচল হয়েছে সুয়েজ খাল। মিশরের মধ্য দিয়ে প্রবাহিত ব্যস্ততম বাণিজ্য পথ সুয়েজ খালে গত মঙ্গলবার একটি বড় জাহাজ আটকে গেলে প্রায় ৩০০ নৌযানের জ্যাম তৈরি হয়।

গত শনিবার ভরা জোয়ারে জাহাজটি সরানোর চেষ্টা করে ব্যার্থ হলে নৌযানগুলো বিকল্প পথে আফ্রিকা হয়ে যেতে বাধ্য হয়।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, খালের তীরের দিকে ঝুঁকে পড়েছে জাহাজটি। মেরিটাইম সার্ভিসেস কোম্পানি ইঞ্চকেপ জানিয়েছে, জাহাজটিকে ছেড়ে দেওয়া হয়েছে।

জাহাজটিকে সরাতে গতকাল প্রায় ২০ হাজার টন বালু সরানো হয়েছে। ১৪টি টাগবোট বালুচর থেকে এভারগ্রিনকে সরানোর চেষ্টা করে। তবে শক্তিশালী স্রোত ও বাতাসের কারণে উদ্ধার চেষ্টা বাধাগ্রস্ত হয়। টাগবোটগুলো জাহাজটিকে দুদিকে ৩০ ডিগ্রি সরাতে পেরেছে।

বিশেষজ্ঞরা বলেছিলেন, কয়েক সপ্তাহ সময় লাগবে। জাহাজটির পণ্য নামাতে হতে পারে। তবে কোনো পণ্য নামাতে হয়নি।

চারটি ফুটবল মাঠের চেয়েও লম্বা একটি কন্টেনার জাহাজ। গত মঙ্গলবারই সুয়েজ খালে আটকে গিয়েছিল। তির্যকভাবে আটকে যাওয়া এই জাহাজ পুনরায় ভাসানোর জন্য বিশেষজ্ঞ উদ্ধারকারী দল আনা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন জাহাজটি আটকে যাওয়ার জন্য শুধুমাত্র আবহাওয়া দায়ী নয়। মানুষও ্ওর জন্য দায়ী।

বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্য পরিবহন হয় এই পথ দিয়ে। এই পথ ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App