×

জাতীয়

সব অফিসে অর্ধেক জনবলে কাজ করার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ০৫:২৫ পিএম

সব অফিসে অর্ধেক জনবলে কাজ করার নির্দেশ

ফাইল ছবি

দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু ব্যাপকহারে বেড়ে যাওয়ায় ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। ১৪ নম্বর নির্দেশনায় বলা হয়, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস প্রতিষ্ঠান শিল্প কারখানাসমূহ ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে। গর্ভবতী/অসুস্থ/বয়স ৫৫ ঊর্ধ্ব কর্মকর্তা/কর্মচারীদের বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমন নির্দেশনা জারি করা হয়েছে।

এতে আরও বলা হয়, গণপরিবহনে যাত্রী নিতে হবে ধারণক্ষমতার অর্ধেক, ঝুঁকিপূর্ণ এলাকায় আন্তঃজেলা যান চলাচল সীমিত, রাত ১০টার পর বাইরে বের হওয়া নিষেধ, জরুরি সেবার প্রতিষ্ঠান ছাড়া সব অফিস অর্ধেক জনবলে পরিচালিত হবে, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জনসমাগম সীমিত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App