×

অর্থনীতি

বীমা পেশাজীবীদের সংগঠন হিসেবে নিবন্ধন পেল বিআইডিএস সোসাইটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ০৩:৩৪ পিএম

বীমা পেশাজীবীদের সংগঠন হিসেবে নিবন্ধন পেল বিআইডিএস সোসাইটি

ফাইল ছবি

স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরে দেশের বীমা পেশাজীবীদের আরেকটি স্বাধীনতা অর্জিত হলো। অনুমোদন পেল বীমা পেশাজীবীদের সংগঠন বিআইডিএস সোসাইটি। বহু প্রতিক্ষার পর পেশাজীবীদের প্রাণের দাবিতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেল “বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস)”। সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০ অনুযায়ী বাংলাদেশ সরকারের সকল নিয়ম মেনে রাষ্ট্রীয়ভাবে নিবন্ধিত ও পরিচালিত হবে সংগঠনটি। যার গভঃ রেজিস্ট্রেশন নং এস-১৩৫৩১। বাংলাদেশের স্বনামধন্য বীমা প্রশিক্ষক ও বীমা সংগঠক মো. মাহমুদুল ইসলাম এর উদ্যোগে দেশের ভিন্ন ভিন্ন বীমা কোম্পানির শতশত বীমা পেশাজীবীদের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করলো “বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস)”। সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট মো. মাহমুদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট  সায়ের আহমেদ সায়িদ, সেক্রেটারী জেনারেল শফিকুল ইসলাম কানন ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন লায়ন ফিরোজ আহমেদ। প্রেসিডেন্ট বলেন, দল-মত, জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বীমা কোম্পানির সর্বস্তরে বীমা পেশাজীবীদের একত্রিত হতে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান “বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস)” এ আপনার নাম রেজিস্ট্রেশন করে বীমা শিল্পের উন্নয়নে আপনিও হতে পারেন এক গর্বিত অংশীদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App