×

জাতীয়

বায়ু দূষণরোধে রাস্তায় পানি ঢালছে ডিএনসিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ০৫:৩৭ পিএম

বায়ু দূষণরোধে রাস্তায় পানি ঢালছে ডিএনসিসি

ফাইল ছবি।

বায়ু দূষণরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় সোমবার (২৯ মার্চ) প্রায় সাত লাখ লিটার পানি ছিটানো হয়েছে। ১২টি পানির গাড়িতে ৪৭টি ট্রিপে প্রায় ১৮৫ কিমি সড়ক ও ৯৬ লক্ষ বর্গফুট এলাকায় এই পানি ছিটানো হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ্য জানান।

উত্তরা অঞ্চলে (অঞ্চল-১) কুড়িল বিশ্বরোড, বসুন্ধরা, ইএমএইচ, এয়ারপোর্ট রোড, আযমপুর, হাউজ বিল্ডিং, সোনারগাঁও, জনপথ, ১২ নং সেক্টর হতে খালপাড় কবরস্থান এলাকায় পানি ছিটানো হয়েছে।

মিরপুর-২ অঞ্চলের (অঞ্চল-২) আওতায় মিরপুর-১০নং হতে ১৪ নং, ৬নং রোড হতে ইনডোর স্টেডিয়াম, ১২নং সিরামিক রোড হতে সাগুপ্তা, পল্লবী থানা রোড, মিরপুর ১৪ হতে ভাষানটেক বাজার রোড, কালশী, ইসিবি, দুয়ারীপাড়া, কর্মাস কলেজ, মিরপুর-১০ নং হতে ২নং স্টেডিয়াম এলাকা এলাকায় আজ পানি ছিটানো হয়েছে।

মহাখালী অঞ্চলের (অঞ্চল-৩) আওতায় যে সকল জায়গায় পানি ছিটানো হয়েছে গুলশান, মহাখালী, নাবিস্কো, সাতরাস্তা, বাংলামটর, মধুবাগ, তেজগাঁও আনিসুল হক সড়ক, মহাখালী হতে আর্মি স্টেডিয়াম, বাড্ডা লিংক রোড, রামপুরা, মালিবাগ সড়ক।

মিরপুর-১০ অঞ্চল (অঞ্চল-৪) এর আওতায় যে সকল জায়গায় পানি ছিটানো হয়েছে গাবতলী ব্রিজ হতে কল্যাণপুর, টেকনিক্যাল হতে মিরপুর সনি হল, ১নং মাজার রোড ও দিয়াবাড়ী সড়ক। এছাড়া কারওয়ান বাজার অঞ্চলে (অঞ্চল-৫) মোহাম্মদপুর শিয়া মসজিদ রোড হয়ে রিং রোড, শ্যামলী, তাজমহল রোড, টাউন হল এলাকায় পানি ছিটানো হয়েছে। বায়ুদূষণ রোধে নিয়মিত কাজের অংশ হিসেবে এই পানি ছিটানো হয়েছে। তবে শবে বরাত উপলক্ষে আজ পানি ছিটানোর পরিমাণ বাড়ানো হয়েছে। বায়ুদূষণ রোধে ডিএনসিসি এলাকায় পানি ছিটানো অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App