×

জাতীয়

তিনদিন পর স্বাভাবিক হলো ফেসবুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ০৭:৫৩ পিএম

তিনদিন পর স্বাভাবিক হলো ফেসবুক

ফাইল ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তিনদিন পর সচল হয়েছে। গত ২৬ মার্চ থেকে ফেসবুক বাংলাদেশে কাজ করছিল না। ব্যবহারীদের লগইন করতে, টেক্সট-ছবি পাঠাতে সমস্যা হয়েছিল। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যায় এই সমস্যা কেটে যেতে দেখা গেছে।

ফেসবুক ও ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার ব্যাপারে বাংলাদেশ টেলিকম্যুনিকেশন রেগুলেটরি কমিশন - বিটিআরসি'র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বিবিসিকে বলেছেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফেসবুক বন্ধ রাখা হয়েছে'। এর বাইরে এ সংক্রান্ত কোন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে উচ্চ পর্যায়ের নির্দেশে এমনটি করা হতে পারে বলে মনে করছেন অনেকে। বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারি ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পর হঠাৎ করেই দেশজুড়ে হঠাৎ ফেসবুক সেবা বিঘ্নিত হয়।

বিঘ্নিত হওয়ার পর অনেক ব্যবহারকারী ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) দিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App