×

আন্তর্জাতিক

তেলের বদলে টিকা চান মাদুরো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ০৫:২৪ পিএম

তেলের বদলে টিকা চান মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তেলের বিনিময়ে করোনার টিকা চান দেশের মানুষের জন্য। রোববার (২৮ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট। খবর এএফপির।

ভেনেজুয়েলায় করোনার টিকা হিসেবে রাশিয়ার তৈরি স্পুতনিক ভি ও চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেওয়া হয়েছে। টেলিভিশন অনুষ্ঠানে নিকোলাস মাদুরো বলেছেন, ‘ভেনেজুয়েলার তেলের ট্যাংকার আছে। তেলের ক্রেতাও আছে। প্রয়োজনে তেলের উৎপাদনের কিছু অংশ করোনার টিকা পাওয়ার জন্য বরাদ্দ করবে। তেলের বদলে টিকা চায় দেশটি।

ভেনেজুয়েলায় বর্তমানে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। দেশটি বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও আছে। এসব নিষেধাজ্ঞা মূলত দেশটির তেল খাতকে লক্ষ্য করেই জারি করা হয়েছে। এসব অর্থনৈতিক নিষেধাজ্ঞায় প্রধানত ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেনেজুয়েলার তেল খাত।

সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় করোনার সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। দেশটিতে ব্রাজিলে শনাক্ত হওয়া করোনার ধরনের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় বেশ উদ্বিগ্ন ভেনেজুয়েলার সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App