×

জাতীয়

টিকা সময়মতো না পেলে অন্য পরিকল্পনা স্বাস্থ্যমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ০৪:৩০ পিএম

ভারত থেকে সময়মতো করোনাভাইরাসের টিকা না পেলে অন্য পরিকল্পনা নেওয়ার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে অন্য কী পরিকল্পনা সে ব্যাপারে মন্ত্রী এখনও কিছু বলেননি।

সোমবার (২৯ মার্চ) হৃদরোগ ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেরাম ইনস্টিটিউট থেকে এ মাসের টিকা আমরা পাইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টিকা কেনার বিষয়ে জানিয়েছেন। এছাড়া কোভ্যাক্সের টিকা পেতে মে-জুন মাস সময় লাগবে। টিকা পেতে দেরি হলে আমাদের অন্য পরিকল্পনা করতে হবে।

সম্প্রতি নিজস্ব চাহিদার কথা বিবেচনা করে ভারত টিকা রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছে। চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে শুরু করে পরবর্তী ছয় মাসে সেরাম ইনস্টিটিউট থেকে ৫০ লাখ করে তিন কোটি টিকা পাওয়ার কথা বাংলাদেশের।

প্রথম চালানে ৫০ লাখ টিকা এলেও দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশ পেয়েছে। ফলে ঘাটতি থাকছে। এর বাইরে ভারত সরকার দুই দফায় ৩২ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে বাংলাদেশকে। সব মিলিয়ে বাংলাদেশ পেয়েছে এক কোটি ডোজ কোভিশিল্ড টিকা। ফলে ঘাটতি থাকছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App