×

রাজনীতি

চট্টগ্রামে বিএনপি নেতা শাহাদাত গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ০৯:২৬ পিএম

চট্টগ্রামে বিএনপি নেতা শাহাদাত গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত। ফাইল ছবি

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার দলের এক নেত্রীর করা অভিযোগের ভিত্তিতে এ গ্রেপ্তার করা হয়। সোমবার (২৯ মার্চ) বিকালে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালের চেম্বার থেকে চিকিৎসক শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।

মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান জানান, ‘চকবাজার থানায় লুসি খান নামের এক চিকিৎসকের করা চাঁদাবাজির মামলায় শাহাদাতকে গ্রেফতার করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায়ও তার সম্পৃক্ততা রয়েছে।’

নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার) রাইসুল ইসলাম বলেন, ‘লুসি খানের এনজিও থেকে বিভিন্ন সময়ে ডা. শাহাদাত কোটি টাকা দাবি করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।’

লুসি খান বিএনপির গত কমিটির মহিলা বিষয়ক সহ সম্পাদক ছিলেন। চকবাজার এলাকায় ‘জীবন চিত্র ফাউন্ডেশন’ নামের একটি এনজিও আছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তিনি দলীয় মনোনয়নও সংগ্রহ করেছিলেন। কিন্তু নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন শাহাদাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App