×

আন্তর্জাতিক

করোনায় লাহোরে প্রবেশ নিষিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ০১:৪৬ পিএম

করোনায় লাহোরে প্রবেশ নিষিদ্ধ

লাহোর গেট। ফাইল ছবি

করোনায় লাহোরে প্রবেশ নিষিদ্ধ

লাহোর আলমগিরি গেইট। ফাইল ছবি

করোনা সংক্রমণ বৃদ্ধিতে পাকিস্তানের পাঞ্জাবের রাজধানী লাহোরে প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। তবে লাহোর থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না। লাহোরের কমিশনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ উসমান ইউনুস বলেন, শহর বন্ধ করা হলে লাহোর থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না। গত বছরের মতো প্রয়োজনীয় সেবাই খোলা থাকবে। এই মুহূর্তে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ ১০ থেকে ১২ দিন পর্যন্ত জনগণের চলাফেরাকে নিয়ন্ত্রণ করা। লাহোরে যারা করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে চলে না তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন।  মাস্ক না পরার জন্য আজ ১০ জন তরুণকে গ্রেপ্তার করা হয়। শহরের সহকারী কমিশনারের নেতৃত্বে একটি দল ইসলামপুর, কৃষ্ণ নগর, করিম পার্ক এবং শাদ বাগ পরিদর্শন করে এবং মাস্ক না পরার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে প্রথম তথ্য প্রতিবেদনও দাখিল করা হয়। এদিকে বিশেষায়িত স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা সচিব নাবিল আওয়ান একটি বেসরকারি টিভি চ্যানেলের সাথে কথা বলার সময় বলেছেন যে যদি সরকার বড় সমাবেশ নিষিদ্ধ না করে, তাহলে তারা এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করতে পারবে না। পাকিস্তানের করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯হাজার ১১৬ জনে। সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ১৯৭ জন। মৃতের সংখ্যা ১৪ হাজার ২৫৬ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App