×

জাতীয়

৯ মাসে সর্বোচ্চ শনাক্ত ৩৯০৮, মৃত্যু ৩৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৪:০১ পিএম

করোনার আজ ৩৮৬তম দিন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২১ জন পুরুষ এবং ১৪ জন নারী। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ৮ হাজার ৯০৪ জন।

এ সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ৯০৮ জন; যা নয় মাসের মধ্যে সর্বোচ্চ। শনাক্তের হার ১৭ দশমিক ৬৫। এনিয়ে মোট আক্রান্ত ৫ লক্ষ ৯৫ হাজার ৭১৪ জন।

রবিবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতবছরের ২ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেদিন মোট ৪ হাজার ১৯ জন নতুন রোগী শনাক্তের খবর পাওয়া গিয়েছিল।

২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার বাংলাদেশ এক বছর পার করেছে। চলতি বছর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ২ জুলাই চার হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

গত বছরের ১৮ মার্চ প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৯ মার্চ তা সাড়ে আট হাজার ছাড়িয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App