×

জাতীয়

হেফাজতের হরতালে জামায়াতের সমর্থন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১২:০২ এএম

হেফাজতে ইসলামের ডাকা রবিবারের হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৭ মার্চ) রাতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে তিনি বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের হামলা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মুসল্লিদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানাই। তিনি শান্তিপূর্ণভাবে এ হরতাল কর্মসূচি সফল করে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২৬ মার্চ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মুসল্লিদের ওপর হামলা ও গুলি চালিয়ে হাটহাজারীতে পাঁচজনকে হত্যার প্রতিবাদে  শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা এবং পুলিশ ও সরকারদলীয় লোকজনের হামলার ঘটনা ঘটেছে। বহু লোক আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয় অর্ধশতাধিক নেতাকর্মীকে। আমরা সরকারের এই ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দেশব্যাপী গ্রেফতার ও হয়রানি বন্ধ করে অন্যায়ভাবে আটক নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App