×

সারাদেশ

রাজশাহীতে আট শিবিরকর্মী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০১:৩১ পিএম

রাজশাহীতে আট শিবিরকর্মী গ্রেপ্তার

আটক শিবিরকর্মী।

রাজশাহী নগরীতে আট শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগার প্রেরণ করে পুলিশ। শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার মৃত আবদুল খালেকের ছেলে আসিফ করিম (২০), মোল্লাপাড়া এলাকার আলতাফ হোসেন হিরার ছেলে পারভেজ (১৮), হেতেমখাঁ এলাকার মৃত মুশফিকুর রহমানের ছেলে ফারহান ইসরাক (২৭), বড় বনগ্রামের আবদুল কাউয়ুমের ছেলে রফিকুল ইসলাম (২৬), একই এলাকার আবদুস সালামের ছেলে আবদুর রহিম (২০), নগরীর আলীগঞ্জের তাহাজুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২১), নগরীর উপকণ্ঠ বাগধানী বসন্তপুরের আবু তালেবের ছেলে রাকিবুল ইসলাম (২১) এবং জেলার গোদাগাড়ী উপজেলার বিরইল এলাকার জিয়াউল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (৩২)। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সন্ধ্যায় নগরীর ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী মোজাম্মেলের ঢালান এলাকায় নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরকর্মীরা জড়ো হয়। পুলিশের উপস্থিতি দেখে তারা ইটপাটকেল নিক্ষেপ করে । এ সময় ধাওয়া করে শিহাব উদ্দিন নামে একজনকে ধরে ফেলে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে মোট আট জনকে গ্রেপ্তার করা হয়। গোলাম রুহুল কুদ্দুস বলেন, গ্রেপ্তারের পর শনিবার রাতেই শিবিরকর্মীদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় নাশকতার মামলা হয়। রোববার দুপুরে তাদেরকে আদালতে তোলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App