×

জাতীয়

বিশ্বের সব অঞ্চল থেকেই আমরা শুভেচ্ছা পেয়েছি : প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৭:১০ পিএম

বিশ্বের সব অঞ্চল থেকে রাষ্ট্র, সরকার প্রধান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা বার্তা পাঠানোয় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে রবিবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রী তার এই ইচ্ছার কথা জানান। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সব মহাদেশ থেকে আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের রানী এলিজাবেথ, প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, সৌদি আরবের বাদশা, জর্ডান ভ্যাটিকান সিটি, ইতালী, জার্মানী ও ফ্রান্সের প্রেসিডেন্ট। এমনকি ইউরোপের দেশগুলো থেকেও আমাদের শুভেচ্ছা বার্তা দিয়েছে। তাছাড়া ব্রুনাইয়ের সুলতান তিনিও শুভেচ্ছা দিয়েছেন। তাছাড়া জাতিসংঘ, ওআইসিসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানও শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। অর্থাৎ পৃথিবীর মনে হয় কোনো অঞ্চলে কেউ বাদ নেই বাংলাদেশকে শুভেচ্ছা বার্তা দিতে। এটাই হচ্ছে সার্থকতা। শেখ হাসিনা বলেন, বিশ্বের সব নেতাদের শুভেচ্ছা বার্তা ও আমাদের অনুষ্ঠানের ভিডিও আমার কাছে রক্ষিত আছে। আমরা সেগুলো আপনাদেরকে দেব। এই বার্তাগুলো আমরা তৃণমূলের মানুষের কাছে পৌঁছাব। যাতে জানতে পারেন... যে কারা কারা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছিল। বিজয় দিবস পর্যন্ত সবার কাছে এই বার্তাগুলো আমরা পৌঁছে দেব। দলের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ এর সঞ্চালনায় আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরো বক্তব্য দেন, দলটির সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App