×

বিনোদন

দেয়া হলো ‘৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১২:৫৪ পিএম

দেয়া হলো ‘৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার’
দেয়া হলো ‘৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার’
করোনা ভাইরাসের কারণে পুরো ভারতজুড়ে ২০২০ সালে খুব অল্প পরিমাণ ছবি মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়া এ ছবিগুলো থেকেই ঘোষণা করা হয় ৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন রাজকুমার রাও এবং রিতেশ দেশমুখ। এবারের পুরস্কার উঠল যাদের হাতে, তা একনজরে দেখে নেয়া যাক- সেরা চলচ্চিত্র : থাপ্পড় সেরা পরিচালক : ওম রাউত (তানহাজি) সেরা অভিনেতা কেন্দ্রীয় চরিত্রে (পুরুষ) : ইরফান খান (আংরেজি মিডিয়াম) সেরা অভিনেতা কেন্দ্রীয় চরিত্রে (নারী) : তাপসী পান্নু (থাপ্পড়) সেরা অভিনেতা পার্শ্বচরিত্রে (পুরুষ) : সাইফ আলী খান (তানহাজি) সেরা অভিনেতা পার্শ্বচরিত্রে (নারী) : ফারুখ জাফর (গুলাবো সিতাবো) সেরা অভিষেক (নারী) : আলিয়া ফার্নিচারওয়ালা (জাওয়ানি জানেমান) সেরা অভিষেক (পরিচালক) : রাজেশ কৃষ্ণনান (কৃষ্ণনান) সেরা মিউজিক অ্যালবাম : প্রীতম (লুডু) সেরা প্লেব্যাক সংগীতশিল্পী (পুরুষ) : রাঘব চৈতন্য (এক টুকরা ধুপ, থাপ্পড়) সেরা প্লেব্যাক সংগীতশিল্পী (নারী) : আশীষ কৌর (মালাং, মালাং) এ বছর বিশেষ ক্যাটাগরিতে আরডি বর্মণ পুরস্কার দেয়া হয় ভারতীর গীতিকার গুলজারকে এবং আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয় প্রয়াত অভিনেতা ইরফান খানকে। উল্লেখিত পুরস্কারগুলো ছাড়াও আরো বেশ কয়েকটি ক্যাটাগরিতে ঘোষণা করা হয়েছে ৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App