×

জাতীয়

কক্সবাজারে রোহিঙ্গাদের ভোটার করায় তিন কাউন্সিলর গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১১:১৩ এএম

কক্সবাজারে রোহিঙ্গাদের ভোটার করায় তিন কাউন্সিলর গ্রেপ্তার

রোহিঙ্গাদের ভোটার করায় কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর জাবেদ মো. কায়সার নোবেলকে আটক করেছে পুলিশ।

কক্সবাজারে রোহিঙ্গাদের ভোটার করায় তিন কাউন্সিলর গ্রেপ্তার

রোহিঙ্গাদের ভোটার করায় কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর জাবেদ মো. কায়সার নোবেলকে আটক করেছে পুলিশ।

রোহিঙ্গা ভোটার এবং রোহিঙ্গাদের নানাভাবে সহযোগিতা করার অভিযোগে কক্সবাজার পৌরসভার বর্তমান ও সাবেক ৩ পৌর কাউন্সিলরকে আটক করেছে দুদক। এছাড়া কক্সবাজার পৌরসভার জন্ম নিবন্ধন শাখার ইনচার্জ দিদারুল আলমকেও গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৮ মার্চ) বর্তমানে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম, ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাবেদ মো. কায়সার নোবেলকে আটক করা হয়েছে। তাদের নিজ নিজ বাড়ি থেকে ভোরে আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়- চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবুব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন।

এ সময় দুদক কর্মকর্তারা জানান, এসব ব্যাক্তিরা কক্সবাজার পৌরসভার জনপ্রতিনিধি থাকাকালীন রোহিঙ্গাদের ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করেছেন। নানান ভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্রদানে সহায়তা করেছেন তার প্রমাণ পেয়েছে দুদক।

এর আগে ২০ মার্চ তথ্য গোপন করে ভোটার হয় তিন রোহিঙ্গা। রোহিঙ্গা ব্যক্তিরা নিজেদের প্রকৃত পরিচয় গোপন রেখে দালাল চক্রের মাধ্যমে ভূয়া কাগজপত্র দিয়ে স্থানীয় ভোটার তালিকায় তাদের নাম অর্ন্তভূক্ত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App