×

খেলা

আইপিএলে খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৩:৫৮ পিএম

বাংলাদেশ জাতীয় দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পেয়ে গেছেন ‘নো অবজেকশন সার্টিফিকেট’।

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ভারতীয় এই টি- টোয়েন্টি লিগে খেলতে আর কোন বাঁধা নেই কাটার মাস্টারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, মুস্তাফিজকে এপ্রিলে শ্র্রীলংকার মাটিতে অনুষ্ঠিত দুই টেস্টের সিরিজের জন্য তারা বিবেচনা করছেন না। মুস্তাফিজ তার বদলে আইপিএলে খেললে উপকৃত হবেন বলে মনে করছেন তারা।

নান্নু বলেন, আমরা শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য মুস্তাফিজকে বিবেচনা করছি না। ওই সময় সে আইপিএল খেললে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এটাই তার জন্য ভালো হবে। সেজন্য আমরা তাকে ছাড়পত্র দিচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App