×

খেলা

নেপালকে ফাইনালে তুলল বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ০৮:০৬ পিএম

নেপালকে ফাইনালে তুলল বাংলাদেশ

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপাল দলের খেলোয়াড়দের মধ্যে বল দখলের লড়াই

ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার (২৭ মার্চ) নিজেদের দ্বিতীয় ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ০-০ গোলে ড্র করেছে বাংলাদেশ। সোমবার (২৯ মার্চ) ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল।

বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে খেলতে নামে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। সেই ম্যাচটিতে ১-০ গোলের জয় পেয়ে ফাইনালের পথে এক পা এগিয়ে রেখেছিল জামালরা। এরপর নেপালকে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল ০-০ গোলে রুখে দিলে ওই দিনই বাংলাদেশের ফাইনালের টিকেট নিশ্চিত হয়ে যায়।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে নেপালের দরকার ছিল ড্র অথবা জয়। আর এই কাজটিই তারা করে নিয়েছে। যদিও ম্যাচটিতে নেপালের চেয়ে আক্রমণে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল বাংলাদেশ।

উল্লেখযোগ্য ব্যপার হলো গ্রুপ পর্বের তিনটি ম্যাচ মিলিয়ে মাত্র একটি গোলই হয়েছে। আর সেই গোলটি করেন কিরগিজস্তানের কুমারবাজ বাইয়ামিন। আর মাত্র একটি গোলেই নির্ধারণ হয়েছে দুই ফাইনালিস্ট। আর ব্যপারটি এমনই অদ্ভুদ যে দুই ফাইনালিস্ট দলের কেউ বল জালে জড়াতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App