×

জাতীয়

জনগণের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: স্থানীয় সরকারমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ১২:৩৫ পিএম

জনগণের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: স্থানীয় সরকারমন্ত্রী

আগারগাঁওয়ে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়েজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

দেশের সকল জনগণের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। শনিবার (২৭ মার্চ) আগারগাঁওয়ে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থানীয় সরকার বিভাগকে শক্তিশালী করার জন্য সবসময় দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এন আইএলজির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App