×

পুরনো খবর

আমাদের সংস্কৃতির যে সোনালী দিন ছিল তা হারিয়ে গেছে : কোহিনূর আক্তার সুচন্দা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ০৬:০৬ পিএম

আমাদের সংস্কৃতির যে সোনালী দিন ছিল তা হারিয়ে গেছে : কোহিনূর আক্তার সুচন্দা

কোহিনূর আক্তার সুচন্দা

১৯৭১ সালে স্বাধীনতা ছিনিয়ে এনে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছিল বাংলাদেশ। ২৬ মার্চ জাঁকজমকভাবে উদযাপিত হলো বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর। নানা অনুষ্ঠানমালায় পালিত হয়েছে দিনটি। স্বাধীনতার ৫০ বছরে মুক্তিযুদ্ধের চেতনার দিক থেকে বাংলাদেশ কতখানি এগিয়েছে বা পিছিয়েছে সে হিসাব-নিকাশ চলছে। এই ৫০ বছরে কতটুকু প্রাপ্তি এবং পরবর্তীতে প্রত্যাশা কেমন, কীভাবে দেশকে সামনে এগিয়ে নেয়া যায় তা জানালেন চলচ্চিত্র অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা
স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের নিজস্ব একটি ভূখণ্ড, নিজস্ব পরিচয় এবং লাল সবুজের পতাকা। স্বাধীন না হলে আমরা তা কখনোই পেতাম না। একটি দেশ সময়ে সময়ে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যায়। এখন আমরা যাচ্ছি, আগামীতেও যাব। সবকিছু মিলিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। ৫০ বছরে আমরা বিশ্বের কাছে যতটা নিজেদের পরিচয় তুলে ধরতে পেরেছি তাকে এ সময়ে অনেকটাই অর্জন বলা চলে। আর দোষ-গুণ মিলিয়েই সবকিছু গড়ে উঠে। তার মধ্য দিয়েই সকলে মিলে কাঁধে কাঁধ রেখে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশকে গড়ে তুলতে হবে। অন্যদিকে আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ, সংস্কৃতির সঙ্গে জড়িত; সে ক্ষেত্রে গত ৫০ বছরে আমাদের সংস্কৃতি অনেক অনেক পিছিয়েছে। যার কারণ সাম্প্রদায়িক কূপমণ্ডুকতা এবং মেধাবী মানুষের শূন্যতা। যার ফলে আগে আমাদের সংস্কৃতির যে সোনালী দিন ছিল তা হারিয়ে গেছে। আমি আশা করি আমরা আবারো আমাদের সেই সোনালি দিন ফিরে পাব। তবে আবারো বলছি সবাইকে নিয়েই দেশকে সুন্দর করে গড়তে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App