×

রাজধানী

হাতিরঝিলে নৌকায় গানে গানে স্বাধীনতা দিবস উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৫:৪৪ পিএম

হাতিরঝিলে নৌকায় গানে গানে স্বাধীনতা দিবস উদযাপন

হাতির ঝিলে সুসজ্জিত নৌকায় দেশাত্ববোধক ও স্বাধীনতার গানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

রাজধানীর হাতির ঝিলে সুসজ্জিত নৌকায় অভিনব উদ্যোগে দেশাত্ববোধক ও স্বাধীনতার গান গেয়ে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালন করলো তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী সংগীত পরিচালক জাকিউল হাই এর নেতৃত্বে  ১১ জন সংগীত শিল্পী, ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ ’ শীর্ষক সংগীতমালা নিয়ে শুক্রবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত নৌকায় ভেসে ভেসে এ অনুষ্ঠানে অংশ নেন। এসময় নৌকাটি দেশের জাতীয় পতাকার আদলে সজ্জিত করা হয়। গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীরা হাতির ঝিলের বিভিন্ন ঘাটে ঘাটে কিছুক্ষণ থেমে তাদের সংগীত পরিবেশন করেন। এসময় দলটিতে ছিলেন সংগীত শিল্পী শ্যামা সরকার, মমতাজ রহমান লাবনী, আবদুল হালিম খান, মতিউল রহমান, নাজমুল সাজেদা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App