×

জাতীয়

রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক হেফাজতের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৯:৪৮ পিএম

রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক হেফাজতের

বায়তুল মোকাররম এলাকায় ২৭ মার্চ দুপুরের দিকে মোদীবিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ছবি: ভোরের কাগজ

সারাদেশে বিক্ষোভ ও হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার সারাদেশে  বিক্ষোভ এবং রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভে হামলার শিকার হয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এতে হতাহতের ঘটনাও ঘটে। এরই প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে তারা।

শুক্রবার (২৬ মার্চ )রাতে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফী এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় হেফাজতে যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকসহ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আব্দুর রব ইউসুফী বলেন, অবিলম্বে নরেন্দ্র মোদিকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে। নেতকার্মীদের ওপর হামলাকারী পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি অভিযোগ করেন, হেফাজত নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও সরকারি দলের সন্ত্রাসীরা হামলা ও বাধা দিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App