×

খেলা

মোদীর সাক্ষাতে মুগ্ধ সাকিব-মাশরাফিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৫:০০ পিএম

মোদীর সাক্ষাতে মুগ্ধ সাকিব-মাশরাফিরা

নরেন্দ্র মোদির সঙ্গে সাকিব আল হাসান

মোদীর সাক্ষাতে মুগ্ধ সাকিব-মাশরাফিরা

নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে সাকিব ছাড়াও ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নারী ক্রিকেট তারকা সালমা খাতুন, জাহানারা আলম, অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, চিত্র পরিচালক রেদোয়ান রনি, সংগীত তারকা শারমিন সুলতানা সুমি প্রমুখ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

একইসঙ্গে তার সম্মানে ২১বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় বিমানবন্দরে দুই প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন। তিনি আগামীকাল শনিবার দেশে ফিরে যাবেন। ২০১৫ সালের ৬-৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ঢাকা সফর করেন। এবার তিনি দ্বিতীয় দফায় ঢাকা সফরে আসলেন।

ঢাকায় নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজারসহ নারী দলের ক্রিকেটাররা। ঢাকা পৌঁছানোর পর বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বাংলাদেশি তরুণদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। এই দলে সাকিব ছাড়াও ছিলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নারী ক্রিকেট তারকা সালমা খাতুন, জাহানারা আলম, অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, চিত্র পরিচালক রেদোয়ান রনি, সংগীত তারকা শারমিন সুলতানা সুমি প্রমুখ।

[caption id="attachment_274099" align="alignnone" width="1098"] নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে সাকিব ছাড়াও ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নারী ক্রিকেট তারকা সালমা খাতুন, জাহানারা আলম, অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, চিত্র পরিচালক রেদোয়ান রনি, সংগীত তারকা শারমিন সুলতানা সুমি প্রমুখ[/caption]

ভারতীয় সংবাদসংস্থা এএনআই নরেন্দ্র মোদি ও সাকিবের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছেন। সেই ছবিটিতে দেখা যাচ্ছে সাকিব আল হাসানের সঙ্গে হাসি মুখে কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রী। মোদির সঙ্গে দেখা করার পর সাকিব জানান তিনি তার সঙ্গে দেখা করতে পেরে সম্মান বোধ করছেন এবং তিনি তার নেতৃত্বে বেশ মুগ্ধ।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রকাশ করা এক ভিডিওতে সাকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে নিজের অনুভূতির কথা জানিয়ে বলেন, ‘আমি সত্যিই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছি। বাংলাদেশে তার এই সফরে লাভবান হবে বাংলাদেশ, ভারত দুই দেশই। তিনি ভারতকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেটি দুর্দান্ত। আমি মনে করি তার নেতৃত্বে ভারত আরও সমৃদ্ধি অর্জন করবে। আমি আশা করি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিনে দিনে আরও উন্নত হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App