×

জাতীয়

নরেন্দ্র মোদির সঙ্গে চলছে জাপা নেতাদের বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৩:৩৩ পিএম

নরেন্দ্র মোদির সঙ্গে চলছে জাপা নেতাদের বৈঠক

মোদি রওশন এরশাদ বৈঠক। ফাইল ছবি

বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করছেন জাতীয় পার্টি। শুক্রবার (২৬ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে হোটেল সোনারগাঁওয়ে সংসদের চারজন নেতা বৈঠক কছেন বলে জানিয়েছেন রওশন এরশাদের একান্ত সচিব মামুন হাসান।

সচিব জানান, প্রতিনিধি দলে রয়েছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।

বৈঠকটি শুরুর আগে জাপা মহাসচিব (সাবেক) রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘তিস্তার পানিবণ্টন চুক্তি, অভিন্ন নদীর হিস্যা ও বাণিজ্য বৈষম্যসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।’

অন্যদিকে, ঢাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বক্তব্য দেবেন তিনি। এছাড়া তিনি সাতক্ষীরা ও গোপালগঞ্জ সফর করবেন। পাশাপাশি ২৭ মার্চ দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App