×

জাতীয়

এই সফর সম্পর্ক দৃঢ় করায় অবদান রাখবে: টুইটে মোদী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০১:১০ পিএম

এই সফর সম্পর্ক দৃঢ় করায় অবদান রাখবে: টুইটে মোদী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান থেকে নামেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলে তোড়া দিয়ে মোদীকে অভ্যর্থনা জানান। সেই ছবি নিজের টুইটারে আপলোড করেছেন মোদী। সঙ্গে জুড়ে দিয়েছেন সম্পর্ক দৃঢ় করার ক্যাপশন। বঙ্গবন্ধু কন্যাকে জানিয়েছেন ধন্যবাদ।

মোদী তার ক্যাপশনে লিখেন, ‘ঢাকা পৌঁছলাম। বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখবে।’

ওই টুইটে কমেন্ট করেন ভারতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। বাংলাদেশ-ভারত সম্পর্ককে শুভকামনা জানিয়ে রিটুইট করেন নরেন্দ্র মোদীর ফলোয়াররা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App