ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ থেকে সরে না আসলে উত্তর কোরিয়াকে উচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুই দফায় একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বৃহস্পতিবার (২৫ মার্চ) দেশটিকে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গত বুধবার জাপান সাগরে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এর আগে ইয়েলো সাগরে ২টি নন ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। পরীক্ষামূলকভাবে ক্রুজ মিসাইল নিক্ষেপ নিষিদ্ধ নয়, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে হুমকি বলে বিবেচনা করার আন্তর্জাতিক নীতি আছে।
এ বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জো বাইডেন। জবাবে তিনি উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বলেন, দেশটি যদি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিস্তৃতি ঘটাতে চায় তাহলে আমরা জবাব দেব এবং যথাসময়ে সে জবাব সবাই দেখতে পাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।