×

বিনোদন

মুক্তি পেল বাঁধনের ‘জয় হোক’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ০৪:৪৩ পিএম

মুক্তি পেল বাঁধনের ‘জয় হোক’

‘জয় হোক’ এর শুটিংয়ের দৃশ্যে আজমেরী হক বাঁধন।

মুক্তি পেল বাঁধনের ‘জয় হোক’
মুক্তি পেল বাঁধনের ‘জয় হোক’

কন্ঠশিল্পী সুস্মিতা আনিস ও শুটিং টিমের সঙ্গে অভিনেত্রী বাঁধন।

মুক্তি পেল বাঁধনের ‘জয় হোক’

শুটিং শুরুর পূর্বে প্রস্তুতি।

ঘড়ির কাটায় ২৫ মার্চ হতে কয়েক ঘণ্টা বাকি, ঠিক সে মুহূর্তেই মুক্তি পেল মিউজিক্যাল ফিল্ম ‘জয় হোক’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘জয় হোক’ গানটিকে নতুন আঙ্গিকে অর্ণবের সংগীতে নব আঙ্গিকে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস। আর সেই গান ভিডিও আকারে তুলে ধরেছেন নির্মাতা পিপলু আর খান। সম্প্রতি বান্দরবানের রিমাক্রির দুর্গম অঞ্চলে এ মিউজিক্যাল ফিল্মের শুটিং হয়।

স্বাধীনতা দিবসকে ঘিরে বিশেষ এই কাজটির মাধ্যমে তুলে ধরা হয় একজন নারীর মুক্তির প্রতিচ্ছবি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এতে সামগ্রিক মুক্তির কথা বলা হলেও একজন নারী যতটা লড়াই চালিয়ে যান, যতটা প্রতিকূলতার মুখে পতিত হন এবং নারীদের মুক্তির যে পথ তা যে কতটা কঠিন তারই প্রতিচ্ছবি চিত্রিত হয়েছে বলে মনে করেন অভিনয়শিল্পী বাঁধন।

[caption id="attachment_273844" align="aligncenter" width="960"] কন্ঠশিল্পী সুস্মিতা আনিস ও শুটিং টিমের সঙ্গে অভিনেত্রী বাঁধন।[/caption]

শুটিং চলাকালীন নানা অভিজ্ঞতার কথা এর আগে ভোরের কাগজের সঙ্গে শেয়ার করেছিলেন বাঁধন। বলেছিলেন, ‘নেটওয়ার্ক নেই। কাপড় পাল্টানোর মত জায়গা নেই, জঙ্গলে গিয়ে আমাদের কাপড় পাল্টাতে হয়েছে। তবুও এ জীবনটাকেই উপভোগ করেছি।’

সাঁতার না জানা বাঁধনকে নির্মাতা পিপলু আর খান নদীতে ভেসে থাকার কথা বলেছিলেন। যেটির চিত্রায়ন করা হবে বলে। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘এ কথা শোনার পর প্রথম দিকে খানিকটা ভয় কাজ করেছিল। কিন্তু যখন জলে গাঁ ভাসিয়ে দিলাম, ভয় যেনো কোথায় পালিয়ে গেল! ভাসতে ভাসতে মনে হচ্ছিল এমন কোথাও চলে যাই যেখানে আমার মুক্তি।’

[caption id="attachment_273845" align="aligncenter" width="718"] শুটিং শুরুর পূর্বে প্রস্তুতি।[/caption]

এছাড়াও তিনি আরও বলেন, ‘আমরা নারী স্বাধীনতা নই আমাদের কোনো অধিকার নেই। আমাদের চলতে হয় অন্যের ইচ্ছায়। লোকে কী বলবে এই ভাবনায় আমরা গলা টিপে মেরে ফেলি আমাদের স্বপ্নকে, আমাদেরকে।’

মিউজিক্যাল ফিল্মটি মুক্তির বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বেশ কিছু ফটোগ্রাফ শেয়ার করেন বাঁধন। যেখানে একটি ফটোগ্রাফিতে পাখির মত দু হাত মেলে আকাশে উড়ে যাওয়ার বাসনা দেখা যাচ্ছে। অথচ তাকে ঝাপটে ধরে আছে অনেক জঞ্জাল। এছাড়া আরও বেশ কিছু ফটোগ্রাফ তাৎপর্যপূর্ণ এবং যা দর্শকের দারুণভাবে নাড়া দিয়েছে।

এদিকে গত ফেব্রুয়ারি মাসে ২৬ ও ২৭ তারিখ এ মিউজিক্যাল ফিল্মের শুটিং কাজ হয়। যার জন্য গোটা টিমকেই দুদিন নদীতে অবস্থান করতে হয় বলে জানিয়েছিলেন বাঁধন।

অন্যদিকে শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেতে যাচ্ছে বাঁধনের নতুন ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App