×

জাতীয়

কোভিড আক্রান্ত হলেন ডিবি প্রধান হাফিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১১:৩৭ পিএম

কোভিড আক্রান্ত হলেন ডিবি প্রধান হাফিজ

এ কে এম হাফিজ আক্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার তেমন কোন শারীরিক জটিলতা দেখা যায়নি বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) তিনি নিজেই করোনা আক্রান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন। গত বছরের ১৬ সেপ্টেম্বর এ কে এম হাফিজ আক্তারকে ডিএমপিতে অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে রাজশাহী রেঞ্জের ডিআইজির দায়িত্বপালন করেন তিনি। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সুত্রে জানা গেছে, ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) প্রধানের বুধবার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তার অন্য কোনো শারীরিক সমস্যা না থাকায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তার শরীরের অক্সিজেন লেভেল স্বাভাবিক রয়েছে। শারীরিক কোনো সমস্যা না থাকায় বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। প্রসঙ্গত এর আগে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম টিকা নেয়ার পরেও করোনা আক্রান্ত হন। দুদিন আগে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App