×

জাতীয়

করোনা বাড়ায় ঈদের পরেই খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১২:২৬ পিএম

করোনার সংক্রমণ বাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান ঈদের পর খোলার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবিষয়ে করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হবে এবং তা শুক্রবারের মধ্যে জানিয়ে দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার (২৫ মার্চ)  রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে গণহত্যা দিবস উপলক্ষে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এসময় ডা. দীপু মনি বলেন,  শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের কথা চিন্তা করেই সরকার সিদ্ধান্ত নিচ্ছে।

এর আগে বলা হয়েছিল, ৩০ মার্চ খুলবে স্কুল-কলেজ। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত থেকে সরে আসে।

গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী বলেছিলেন,  গত এক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এ বছর ছুটি কিছুটা কমানো হবে। দীর্ঘ দিন বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলো খোলার উপযোগী করতে ৩০ মার্চের আগে পরিষ্কার-পরিছন্ন করাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App