×

জাতীয়

শেখ হাসিনাকে হুমকি: লন্ডনে তিন বছরের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৮:৪৮ পিএম

শেখ হাসিনাকে হুমকি: লন্ডনে তিন বছরের কারাদণ্ড

মুন্না হামযা।

যুক্তরাজ্যে লন্ডনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত।

শুক্রবার (১৯ মার্চ) দক্ষিণ লন্ডনের বাসিন্দা ৫০ বছর বয়সী মুন্না হামযাকে ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এই শাস্তি দিয়েছেন উলউইচ ক্রাউন কোর্ট।

২০১৮ সালের জুলাই মাসে তাকে গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ড। সন্ত্রাসবিরোধী আইন ২০০৬ এর সেকশন ১ এর ২ ধারা মোতাবেক হামজাকে এই সাজা দেয়া হয়েছে। খবরটি মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এই রায় অন্য উস্কানিদাতাদের জন্য একটি সতর্ক বার্তা বলে জানিয়েছেন কাউন্টার টেরিরিজম কমান্ডার রিচার্ড স্মিথ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App