×

সারাদেশ

পুড়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৪:০৭ পিএম

পুড়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: ভোরের কাগজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার (২৪ মার্চ) দুপুরে তিনি হেলিকপ্টার যোগে ক্যাম্পে পৌঁছেন। পরিদর্শন শেষে তিনি র‌্যাব- ১৫ এর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে কাপড় বিতরণ করেন।

এ সময় কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বরাষ্ট্র সচিব (জননিরাপত্তা বিভাগ) মোস্তাফা কামাল আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গত ২২ মার্চ বিকেলে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের প্রাণহানি, ১৩৬টি লার্নিং সেন্টার, ২টি হাস্পাতাল, ১০ হাজার ঘর, ১২ শতাধিক দোকান ও ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App