×

জাতীয়

মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০২:০৯ পিএম

মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল

মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে বাম দলের কালো পতাকা মিছিল।

মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল
স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (২৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে। এসময় জোটের নেতারা সম্প্রতি শাল্লায় হিন্দু ধর্মীয়দের ঘরবাড়ি ভাঙচুরের তীব্র নিন্দা জানান। বাম জোটের নেতারা বলেন, সাম্প্রদায়িক মোদি কোনোভাবেই আমাদের দেশে গ্রহণযোগ্য নয়। এর ফলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। গুজরাটে দাঙ্গাবাজ গণহত‌্যাকারী মোদিকে প্রত্যাখ্যান করতে হবে সকলকে। নীতিগতভাবে মো‌দি‌র আগমন মেনে নিতে পারছি না। এদিকে বরিশালেও বাম জোটের পক্ষ থেকে কট্টর  হিন্দু  মৌলবাদী  মোদিকে প্রত্যাখান ও সুনামগঞ্জের শাল্লাসহ সকল সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করেন জোটের নেতারা। এসময় তারা তিস্তা নদীর ন্যায্য হিস্যা দাও, সীমান্ত হত্যা বন্ধ কর, ভারতের আগ্রাসন রুখে দাও এই স্লোগানে বিক্ষোভ সমাবেশ করে। এর আগে গতকাল ২৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মোদির সফরের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের নেতৃত্ত্বে বিক্ষোভ করে বেশ কয়েকটি বাম দলের ছাত্র সংগঠন। সেসময় ছাত্রলীগের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে সেবা দেয়ার পর হামলার প্রতিবাদে সন্ধ্যা সাতটার দিকে আরেকটি প্রতিবাদ মিছিল করা হয়। সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং সরকার ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভ দানা বাঁধছে। দেশের রাজনৈতিক অঙ্গনের দুই মেরু ডান এবং বাম উভয় দিক থেকে আপত্তি জানানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App