×

বিনোদন

মিস ইন্ডিয়া থেকে তুখোড় মন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০১:১৯ পিএম

মিস ইন্ডিয়া থেকে তুখোড় মন্ত্রী

মিস ইন্ডিয়ায় স্মৃতি ইরানি (বায়ে)। রাজনীতির মঞ্চে স্মৃতি ইরানি (ডানে)। ছবি: সংগৃহীত

মিস ইন্ডিয়া থেকে তুখোড় মন্ত্রী

স্মৃতি ইরানি

মিস ইন্ডিয়া থেকে তুখোড় মন্ত্রী
মিস ইন্ডিয়া থেকে তুখোড় মন্ত্রী
মিস ইন্ডিয়া থেকে তুখোড় মন্ত্রী
মিস ইন্ডিয়া থেকে তুখোড় মন্ত্রী
মিস ইন্ডিয়া থেকে তুখোড় মন্ত্রী
মিস ইন্ডিয়া থেকে তুখোড় মন্ত্রী

শুরুটা করেছিলেন মডেলিং দিয়েই। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি স্মৃতি ইরানিকে। সেই মডেল থেকে শুরু হওয়া জীবনযুদ্ধে ৪৫তম জন্মদিন উদযাপন করলেন একজন তুখোর রাজনীতিবিদ হিসেবে। এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী। মঙ্গলবার ছিল তার ৪৫তম জন্মদিন।

মা একজন বাঙালি। নাম শিবানি বাগচি। বাবা পঞ্জাবি-মরাঠি অজয় কুমার মলহোত্রা। ৩ সন্তানের মধ্যে বড় স্মৃতি। ২০০০ সালে পারসি জুবিন ইরানিকে বিয়ে করেন স্মৃতি। একটি ছেলে ও একটি মেয়ে নিয়ে এখন সংসার।

জন্মদিনে স্মরণ করেন রূপ কথার সেই ইতিহাস। ১৯৯৮ সালে মিস ইন্ডিয়ায় অংশ নিয়েছিলেন স্মৃতি ইরানি। তবে সেরা ৯ পর্যন্ত পৌঁছতে পারেননি সেসময়। ওই বছরেই মিকা সিংয়ের 'শাবন মে লক গয়ি আঁগ' অ্যালবামে 'বোলিয়াঁ' গানে অভিনয় করেন স্মৃতি।

২০০০ সালেই মোড় নেয় স্মৃতির ক্যারিয়ার। একতা কাপুরের 'কিউকি সাস ভি কভি বহু থি' সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান তিনি। তার আগে 'আতিস' ও 'হম হ্যায় কাাল আজ ঔর কাল' সিরিয়ালে অভিনয় করেছিলেন। পরপর সেরা অভিনেত্রী হিসেবে পাঁচ বছর ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছেন স্মৃতি ইরানি। চারবার জিতেছিলেন ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড।

অভিনয় জীবনে সফলতার মুখ দেখার পর রাজনীতি আসতে খুব বেশি একটা সময় নেননি। ২০০৩ সালে রাজনীতিতে আসেন স্মৃতি ইরানি। যোগ দেন বিজেপিতে। ২০০৪ সালে মহারাষ্ট্রে বিজেপির যুব শাখার সহ-সভাপতি হন। ২০১২ সালে বিজেপির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।

২০১৪ সালে অমেঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়িয়ে জিততে পারেননি স্মৃতি। তবে ৫ বছর পর, ২০১৯ সালে ওই কেন্দ্রেই রাহুলকে হারান। মোদী সরকারের শুরুতে তাকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে বস্ত্র এবং মহিলা ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী স্মৃতি।

এতসব সফলতার মধ্যেও রয়েছে বিতর্ক। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে উঠেছিল প্রশ্ন। ২০১৯ সালে নির্বাচনী হলফনামায় স্মৃতি জানিয়েছেন, দিল্লির বিশ্ববিদ্যালয়ের ওপেন লার্নিংয়ে স্নাতকে বাণিজ্য শাখায় ভর্তি হয়েছিলেন। তবে ৩ বছরের স্নাতক শেষ করেননি স্মৃতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App